ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং এর ভূমিকা :
বর্তমান যুগ ডিজিটাল যুগ। যুগের সাথে পাল্লা দিয়ে মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং কৌশলগুলোর একটি । প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে এই মার্কেটিং কৌশলটি ছড়িয়ে পড়ছে খুবই দ্রুততার সাথে। সম্ভাব্য গ্রাহকদের লক্ষ্য করে পণ্যের বিপণন ব্যবস্থায় এই পদ্ধতিটি প্রয়োজন অনুযায়ী রুপান্তরিত করা সম্ভব। এই কারণে এই পদ্ধতিটি ব্যবসায়ীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। উদাহরণ এর মাধ্যমে আমরা বুঝতে পাড়ি ঃ ধরেন আপনি রাস্তা দিয়ে হাটা – চলা করতেছেন । তখন আপনি দেখতে পেলেন একটা শপের বাহিরে লেখা রয়েছে যে , আজকের জন্য সকল ধরণের প্রোডাক্টে ৩০% ছাড় রয়েছে । এটা একটা মার্কেটিং আর এই মার্কেটিংটা হল অফ-লাইন মার্কেটিং। এখন এই বিঙ্গাপণটা যদি আপনি ফেইসবুক, টুইটার বা অনলাইন ভিত্তিক প্লাট ফর্মে দেখেন । তাহলে সেটাই হবে ডিজিটাল মার্কেটিং।
Digital Marketing কাকে বলে?
যে মার্কেটিং ব্যবস্থায় বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন ইন্টারনেট, মুঠোফোন, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবা সমূহের প্রচার করে থাকে তাকে ডিজিটাল মার্কেটিং বলে।
সংজ্ঞা ২:
ভোক্তাদের কাছে দ্রুত সময়ে এবং কার্যকরী উপায়ে পণ্য বা সেবা সংক্রান্ত তথ্য পৌছে দিতে এবং বিক্রয় বাড়াতে বিভিন্ন উপায় যেমন ইমেইল মার্কেটিং, গুগল এডস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর পদ্ধতিকে Digital Marketing বলা হয়।
এক কথায় বলা যায়ঃ- কোন পন্য অথবা সার্ভিস অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার প্রসার করাই হল ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরোও জানুন:
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং, ভয়েস সার্চ অপটিমাইজেশন এবং ভিডিও মার্কেটিং এর মতো Cutting Edge ও State of art প্রযুক্তি যুক্ত হচ্ছে। এই অত্যাধুনিক মার্কেটিং কৌশলটি দিন দিন আরোও বেশি রুপান্তরিত হচ্ছে।
বিভিন্ন প্রকার Digital Marketing এর উপায়সমূহ:
SEO (Search Engine Optimisation)
SEM (Search Engine Marketing)
PPC (Pay-per-click)
SMM (Social Media Marketing)
Influencer Marketing
Affiliate Marketing
Email Marketing
Mobile Marketing
Content Marketing
SEO: SEO- Search Engine Optimization ,,,সার্চ ইঞ্জিন এর মাধ্যমে কোনো প্রোডাক্ট বা ওয়েবসাইটকে তার গুনাগুন এর ভিত্তিতে র্যাংক করানোর পদ্বতিকে SEO বলে ।
SEM: SEM-Search Engine Marketing ,,, কোনো সার্চ ইঞ্জিনকে (যেমনঃ গুগল,ইয়াহু) যে কম্পানী তার প্রোডাক্ট বা ওয়েবসাইটকে শীর্ষ স্থানে রাখার জন্য টাকা দেওয়ার মাধ্যমে র্যাংক করানোর পদ্বতিকে SEM বলে।
PPC: Pay Per Click.একটি বিজ্ঞাপনে প্রতিটি ক্লিক এর জন্য বিজ্ঞাপন প্রদর্শনকারী ওয়েবসাইট বা এপকে অর্থ প্রদান করা হয়।
SMM: সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে Facebook, Instagram, এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পণ্য বা পরিষেবার প্রচার করা হয়।
Influencer Marketing: ইনফ্লুয়েন্সারদের দ্বারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে , যদি কোনো পণ্যের প্রচার করা হয়। এই প্রচার পদ্বতিতে একটি পণ্য কিংবা পরিষেবাকে দ্রুততম সময়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া যায়।
Affiliate Marketing: এই পদ্ধতিতে একজন সেলার , কোনো একটি কোম্পানির পণ্য বা পরিষেবা অনলাইনে রেফারেন্স লিংক এর মাধ্যমে বিক্রয় করেন। এবং প্রতি বিক্রয়ের জন্য একটি লভ্যাংশ পেয়ে থাকেন।